এ-সিরিজের নতুন ফোনে বিশাল স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরাসহ পাঞ্চহোল ডিসপ্লের প্রথম স্মার্টফোন এটি।
অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে অপো এ৯২ স্মার্টফোনটি ২২,৯৯০ টাকায় সকল অপো আউটলেট এবং অনলাইন স্টোরে।
এছাড়া, ৩১ জুলাই পর্যন্ত স্মার্টফোনটি কিনে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
থ্রিডি কোয়াড কার্ভ ডিজাইনের ফোনটিতে ১০৮০ পিক্সেলের এফএইচডি+ ডিসপ্লে রয়েছে। হাই রেজ্যুলেশনের নিও-ডিজাইনের পাতলা ডিসপ্লেতে ভিডিও কিংবা অনলাইন গেম খেলার দারুণ এক অভিজ্ঞতা দিবে।
অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে এবং ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার কার হয়েছে।
স্মার্টফোনটিতে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।
ফোনটিতে, কোয়ালকমের ১১ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং 8 গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যামের সাথে অক্টাকোর জিপিইউ ব্যবহার করা হয়েছে যা সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতি দেবে। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে।